মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি : দেশব্যাপী মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজার রেখে কচুয়া উপজেলার সব মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গত ৬ এপ্রিল সর্বসাধারনকে ইবাদত বা উপাসনা নিজ নিজ বাড়িতে থেকে পালনের নির্দেশ দেয় ধর্ম মন্ত্রনালয়। নির্দেশনায় বলা হয় মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব,ইমাম,মুয়াজ্জিন ও খাদেম মিলে পাচঁ ওয়াক্তের নামাজ সর্বোচ্চ ৫ জন এবং জুমায় সর্বোচ্চ ১০জন অংশ নিতে পারবেন। আর পরে জানানো হয় তারাবিতে অংশ নিতে পারবেন ১২জন। শর্ত বেধেঁ দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ১৫ মে শুক্রবার ছিল দ্বিতীয় জুমা। মরণঘাতী এ ভাইরাসের প্রভাবের প্রায় একমাস পর শুক্রবার এলাকার সাধারণ মুসল্লিরা মসজিদে দ্বিতীয় জামাতে জুমার নামাজ আদায় করার সুযোগ পান। এতে খুশি হয়ে মুসল্লিরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকুরিয়া আদায় করে দোয়া ও মোনাযাত করেছেন। দীর্ঘদিন পর মসজিদে জামাতে নামাজ আদায় করার সুযোগ পেয়ে কচুয়ার প্রতিটি মসজিদে ভিড় করেন মুসল্লিরা। শুক্রবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদগুলোয় জুমার নামাজ আদায় করা হয়েছে। তবে সবাই মসজিদে তিন ফুট দূরত্ব বজায় রেখেই জুম্মার নামাজ আদায় করেন সাধারন মুসল্লিরা।