|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত মোট ২৬১ জন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২০
আকাশ সরকার,রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬১ জন। এর মধ্যে সুস্থ্যতা পেয়েছেন ৩৭ জন। করোনার সঙ্গে লড়ছেন এখনও ২২৪ জন। আর মারা গেছেন দুইজন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বুধবার (১৩ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এরপর বিভাগের আট জেলায় মোট ২৬১ জন শনাক্ত হয়েছেন। এখন রাজশাহীতে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৭ জন। এর মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন তিনজন। লড়ছেন ১৩ জন। চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ জেলায় এখনও কেউ সুস্থ হননি। মারাও যাননি কেউ। নওগাঁয় আক্রান্ত হয়েছেন ৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। নাটোরে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৩ জন। এ জেলায় এখনও কেউ সুস্থ হতে পারেননি। করোনাযুদ্ধে পরাজিত হয়ে মারা গেছেন একজন। জয়পুরহাটে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১ জন। এটিই বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। তবে এ জেলায় সুস্থ হয়েছেন ১৫ জন। কেউ মারা যাননি। হাসপাতালে আছেন ৬৬ জন। বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৫২ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৬ জন। সবাই হোম আইসোলেশনে। এখানে সুস্থও হননি কেউ, মারাও যাননি কেউ। আর পাবনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে একজন মাত্র সুস্থ হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগে এখন মোট ৮৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা আছেন বাড়িতেই। অনেকেই করোনায় আক্রান্ত হলেও উপসর্গ নেই। তারা ভালো আছেন। আর যারা কিছুটা অসুস্থ তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। সার্বক্ষণিক তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.