|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় দরিদ্র কৃষকের ৪২ শতাংশ ধান কেটে দিলেন আকতার হোসেন সোহেল
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ চাঁদপুরের কচুয়া পৌর সভার ৩ নং ওয়ার্ড কান্দেরপাড় গ্রামের দরিদ্র কৃষক মোঃ আব্দুল গণির ৪২ শতাংশ জমিতে এ বছর বোরো ধানের চাষ করেছে। কিন্তু চলনমান করোনা দুর্যোগে শ্রমিক সংকটে ওই জমির ধান কাটতে যখন সে দিশেহারা, ঠিক তখনই এগিয়ে এলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া। রবিবার সকালে পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার নেতৃত্বে ১৮ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষক মোঃ আব্দুল গণির ৪২ শতাংশ জমির ধান কেটে বাড়িতে উঠিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল খান, উপজেলা ছাত্রলীগ নেতা ইমাম হোসাইন, ছাত্রলীগ নেতা রুবেল, সোহাগসহ ৩নং পৌর ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য ব্যাক্তিবর্গ ছিলেন। আক্তার হোসেন সোহেল ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কচুয়ার উন্নয়নেরর রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্দেশে পৌর আওয়ামী লীগ কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি।করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এসব কথা চিন্তা করে পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিলে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। দরিদ্র কৃষক আব্দুল গণি বলেন, আমার ৪২ শতাংশ জমির ধান পেকেছে কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, এনিয়ে খুব চিন্তিত ছিলাম। এজন্য সভাপতি সোহেল ভূঁইয়াকে ধন্যবাদ জানাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.