|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চাঁদপুর কে নিরাপদ রাখার জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কঠোর নির্দেশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২০
এস ডি স্বপন : চাঁদপুর জেলার সর্বসাধারণকে নিরাপদ রাখার জন্য জরুরী সতর্ক ও নির্দেশ দেয়া হয়। এতে বলা হয় চাঁদপুর জেলাতে কোভিড ১৯ এর প্রভাব বেড়ে যাওয়ার প্রবনতা দেখা দেয়। এজন্য পুরো চাঁদপুর জেলাকে সুরক্ষা ও জনসাধারণের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেন । এতে আরও বলেন চাঁদপুর জেলায় মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ার কারণে আগামী ১০/০৫/২০২০ তারিখ সকাল ৬:০০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল শপিং মল, বিপনী বিতান, মার্কেট, দোকান-পাট, ব্যবসা কেন্দ্র আবশ্যিকভাবে বন্ধ থাকবে। একই সাথে ফুটপাতে বা প্রকাশ্য খোলা স্থানে হকার/ফেরীওয়ালা/ অস্থায়ী দোকান-পাট বসা সম্পূর্ণ নিষেধ থাকবে। তবে পূর্বের ন্যায় জরুরী পরিষেবা, অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, খাবার দোকান, ঔষধ, জরুরী পরিষেবা চালু থাকবে। মসজিদে আগত মুসল্লীদের নামাজ আদায়ের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্বাস্থ্য বিধি পালন পূর্বক মুখে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে জেলা প্রশাসক, চাঁদপুর
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.