সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারনে সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় বহু পরিবারের মাঝে অভাব অনটন দেখা দেয়ায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা রাধানগর ইউনিয়নে সকল ওয়ার্ডে প্রায় ছয় শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করার আয়োজন করা হয়েছে। রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক (মাহবুব) এর উদ্যােগে ও নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে ইউনিয়নের সকল ওয়ার্ডে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরনে এসময় উপস্থিত ছিলেন, ইউপি প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন ওরপে কামাল মজুমদার, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য এম. এ হাসেম. ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ স্বপন, জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী জেলা ওমান শাখার সভাপতি শাহদাত হোসেন, ইউপি যুবদল নেতা সোহেল রানা শহীদ, ইউপি সেচ্ছাসেবক দলের নেতা মোঃ আলাউদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের নেতা নাজিম উদ্দিন, ইউপি যুবদল নেতা মোঃ খোকন, ইউপি ছাত্রদল নেতা সুমন খোন্দকার সহ অসংখ্য দলীয় নেতাকর্মি।