বিশেষ প্রতিনিধিঃ গত ৯ ই মার্চ ২০২০ চট্রগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফেনী জেলা যুবদল'র যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুছা ইন্তেকাল করেন। তারই পরিপেক্ষিতে শুক্রবার (৮ মে) বিকাল ৩ টায় রামপুর (সওদাগর বাড়ি) হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুম মোঃ মুছার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন জেলা সেচ্ছাসেবক দল। দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিনসহ জেলা নেতৃবৃন্দ। মরহুমের কবর জিয়ারত শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও জেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মরহুমের পরিবারের নিকট শিক্ষা খরচ ও আর্থিক প্রদান করা হয়।