|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরা প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২০
সালে আহমেদ,ডেমরাঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়ায় ডেমরার অসহায়, দরিদ্র ও কর্মহীন এমন প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্র বার (৮ মে) সকালে ডেমরার হাজীনগর এলাকায় ডেমরা প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থদের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, ডেমরা প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ সিদ্দিক মিয়া, সহ-সভাপতি নজির আহমেদ,এফ বি জে ও এর ভা
রপ্রাপ্ত মহাসচিব সামসুল আলম,অর্থ-সচিব বাতেন সরকার,প্রচার ও প্রকাশনা সম্পাদনা আরিফুর রহমান সুমন,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান,তথ্য ও গবেষনা সম্পাদক মোঃআসাদ,সিনিয়র সাংবাদিক রেজাউল,রাজিব হোসেন রাজু,সাবেক সাংঠনিক সম্পাদক রানা করিম ,সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা হিমেল ,৬৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফ ইকবালসহ ডেমরা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ।তিন শতাধিক পরিবারের প্রত্যেকটি পরিবারের মাঝে চাউল ৫ কেজি,আলু তিন কেজি , আটা ২ কেজি,ডাল ১ কেজি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পাওয়া একজন বলেন,আজ এই বিপদের দিনে ডেমরা প্রেস ক্লাবের খাদ্য সামগ্রী আমরা পেয়েছি এটা যে কতো বড় উপকার হয়েছে সেটা বলে বুঝাতে পারবো না। সারাবিশ্ব যখন প্রাণঘাতী করোনার আঘাতে জর্জরিত বাংলাদেশেও এর ছোঁয়া পড়েছে।এর ছোঁবল থেকে বাঁচতে আবদ্ধকরণ করা হয়েছে পুরো বাংলাদেশকে। ফলে বেকার হয়ে পড়েছে সাধারণ মানুষ। খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন কষ্টকর। ডেমরা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম চেীধুরী বলেন,সরকারের পাশাপাশি বর্তমানে বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলো অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের ডেমরা প্রেস ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ এই ক্ষুদ্র প্রচেষ্টা।আশা করি এ ক্ষুদ্র প্রচেষ্টায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।ইতিমধ্যেই আপনারা জানেন, যে লকডাউনের কারণে সবাই বাসার মধ্যে অবস্থান করছেন। আমাদের ডেমরা প্রেস ক্লাবের সাংবাদিকরা কিন্তু ঘরে বসে নেই, তারা খাদ্য সংকটে থাকা অসহায় মানুষকে বিভিন্ন উপায়ে খোঁজ-খবর নিয়ে খাদ্য পৌছে দিচ্ছে।করোনা পরিস্থিতিতে ঝুকি নিয়ে তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছে।এই ভাবে যেনো আমরা মানুষের পাশে দাড়াতে পারি সকলের কাছে দোয়া কামনা করি। খাদ্য দেয়ার ব্যাপারে জানতে চাইলে, ডেমরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন ,বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ডেমরা প্রেস ক্লাবের প্রত্যেক সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মহৎ উদ্যোগটি সম্পন্ন হয়েছে। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সংগঠনের উপদেষ্টা সকল দাতা সদস্য ও কার্যনিবাহীর কমিটিকে।আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।আপনাদের ঘরে ঘরে খাদ্র পৌঁছে দেওয়া হবে।যারা বিত্তবান আছেন সবাই নিজ নিজ দায়িত্বে গরিব, অসহায়,প্রতিবন্ধী, কর্মহীনদের পাশে দাড়ান সমাজ ও দেশের স্বার্থে কাজ করে যাওয়া আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.