সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন ও সিয়াম সাধনার মাস মাহে রমজান উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাগলনাইয়া পৌর চত্বরে সিএনজি অটোরিক্সা চালক, রিক্সাচালক, ভ্যানচালক সহ পথচারিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করার আয়োজন করা হয়। শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫ টায় প্রায় শতাধিক অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করেন উপজেলা ছাত্রলীগ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পৌর ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক ওরপে কাজী রুবেল, ছাগলনাইয়া কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদৌজ্জা ভুঁইয়া তারেক সহ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল ও পৌর ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক ওরপে কাজী রুবেল সহ ছাত্রলীগের নেতাকর্মিরা যে ২০ দিন ব্যাপী ইফতার বিতরনের যে ঘোষনা দিয়েছে আজ তার চতুর্থ দিন।