|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে আম ও লিচুর নিরাপদ উৎপাদন,আহরণ এবং বাজারজাতকরনের লক্ষ্যে মতবিনিময় সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ আম ও লিচুর নিরাপদ উৎপাদন,আহরণ এবং বাজারজাতকরনের লক্ষ্যে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আম ও লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরনে ব্যবসায়ীদের সার্বিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। আজ বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),উপ-পরিচালক (কৃষি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত পুলিশ সুপার,আম ব্যবসায়ী,সাংবাদিকবৃন্দ প্রমূখ। উক্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রান্তে উপস্থিত ছিলেন ইউএনও,উপজেলা কৃষি অফিসার,আম ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.