|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
হাজিগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র -২ সুকূ কমিশনারের নিজস্ব অর্থায়নে কর্মহীন হতদরিদ্রদের উপহার বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২০
হাজিগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র -২ সুকূ কমিশনারের উদ ও তাহার নিজস্ব অর্থায়নে কর্মহীন হতদরিদ্র লকডাউনে গৃহবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ই মে বুধবার ১১নং ওয়ার্ড কমিশনার বাড়ির সম্মুখে গ্রামের অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার গুলোর মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার আহ্বানের বাংলাদেশের সকল জনপ্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব পালনের অংশ হিসেবে অসহায়, হতদরিদ্র, লকডাউনে থাকা প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ৫ কেজি চাউল, সাথে ডাউল ও আলু বিতরণ করা হয়েছে।
ওয়ার্ড কমিশনার মোঃ শুকু মিয়া বলেন,এর আগে ও আমি পৌর কাউন্সিলর হিসেবে পৌর পরিষদের দেওয়া ত্রাণের চাউল বিতরণ করেছি, সবাইকে দেওয়া সম্ভব হয়নি এর মধ্যে অনেকেই বাদ পড়েছেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমার নিজস্ব অর্থায়নে ও সকল অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সেবা করে যাচ্ছি। আল্লাহ তা'আলা আমাকে আরো তাওফিক দিলে ওয়ার্ডবাসীর সেবা অব্যাহত থাকবে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.