|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কোভিড ১৯ অপেক্ষা না করে সাতকানিয়া সন্ত্রাসী কাদায় ৩০ হিন্দু পরিবার উচ্ছেদের হুমকি -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২০
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাধুর দোকান শুক্লদাশ পাড়ায় দেশের ক্রান্তিলগ্নে লকডাউন উপেক্ষা করে ৩০ টি সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর সন্ত্রাসী হামলা করে এবং দেশত্যাগের হুমকি ও নারী-পুরুষসহ কমপক্ষে ২৫ জনকে আহত করা হয়েছে। বর্তমানে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।
জানা যায়, গত (২১ এপ্রিল) দুপুর ২ টায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও সমর্থনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী এক নেতার নির্দেশে দেশীয় অস্ত্র দা, কিরিস, ছুরি, লাটি, দিয়ে হামলা চালায় বলে ধারণা করা হয়! এই সময় হামলাকারীরা শুক্লদাশপাড়ার প্রায় ২৫ জন হিন্দু পরিবারের নারী,পুরুষ, বৃদ্ধ ও শিশুদের আহত করে। আহতদের স্থানীয় হাসপাতল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যাক্ষর্শীরা জানান স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মোঃ এটিএম, মোঃ রাশেদ, মোঃ আবদুল্লাহ, মােঃ জিয়া উদ্দিন, মােঃ হাবিবুল্লাহ ও মােঃ মুসা উদ্দিন”র নেতৃত্বে এই হামলা চালানো হয়।
এই ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে । জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্ত পূর্বক শাস্তির দাবী জানান এলাকাবাসী। প্রসাশনের হস্তোাক্ষেপ কামনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.