|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাত্রলীগ নেতা মামুন মজুমদারের প্রসংসায় পঞ্চমুখ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২০
রকি চন্দ্র সাহা: শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়ন এর দেহেলা গ্রামের ছেরাজুল হক (কৃষক) এর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতা মোঃ মামুন মজুমদার ও তার সাথে ছাত্রলীগ কর্মী শরীফ,শাহাদাত,ইমন,ইয়াছিন,সুমন।
রবিবার ৩ মে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও রোজা রেখে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্র লীগ নেতা রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা গ্রামের কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। আনুমানিক ৪৮ শতাংশ জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন।
ছাত্রলীগ নেতা মামুনের এই কার্যক্রমে খুশী কৃষক ও তাদের পরিবার বর্গরা । বিনা পারিশ্রমিকে কৃষকের ধান বাড়িতে পৌঁছে দেয়ায় সকলেই তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মহৎ কাজ বলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ছাত্রলীগের পরিশ্রমী নেতা মোঃ মামুন মজুমদার নেতৃত্বে আজ
গরীব অস্বচ্ছল কৃষকের ধান কাটা হয়।
রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মামুন মজুমদার বলেন, চাঁদপুর ৫নং আসনের এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় তারা উপজেলার অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ছাত্রলীগ গত কয়েকদিন যাবত সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে।
তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে ছাত্রলীগ অত্যান্ত আনন্দিত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.