|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় সেচ্ছাসেবক লীগ নেতার মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২০
কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাবেক লীগের সভাপতি মো. নবীর হোসেনের মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগে ৬ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে বুধুন্ডা গ্রামে ৩নং বিতারা ইউনিয়ন স্বেচ্ছাবেক লীগের সভাপতি নবীর হোসেনের মৎস্য প্রজেক্টে কেবা কাহারা এ ঘটনা ঘটায় ।
সরেজমিনে জানা গেছে, বুধুন্ডা গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন দক্ষিন পার্শে ২ একরের একটি পুকুর নবীর হোসেন ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। ওই পুকুরে রুই, কাতলা, বিগ্রেড, কার্ফোসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। শনিবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ নবীর হোসেন বাদী হয়ে রবিবার কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জনৈক হারুনুর রশিদ, গোফরান হোসেন, মোহাম্মদ হোসেন ও সাইফুল ইসলামসহ পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। তবে হারুনুর রশিদ গংরা অভিযোগ অস্বকীর করে বলেন এ আমাদের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার।
এদিকে ক্ষতিগ্রস্থ নবীর হোসেন পুজি হারিয়ে পথে বসার উপক্রম হয়ে পড়েছে। এ ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিদের খোজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে অভিযোগের সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু হানিফ ঘটনাস্থন পরিদর্শন করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.