সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে দিন দিন বেড়েই চলছে কর্মহীনদের সংখ্যা সাথে চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। তাই জাতির এই ক্লান্তিলগ্নে আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ে অসহায় ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারিদের পাশে দাঁড়িয়েছেন ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং ইউনিয়নস্থ মনুরহাট অবস্থিত আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ২০১২ সালের শিক্ষার্থী বন্ধুরা। রবিবার (৩ মে) বিকাল ৩ টায় অত্র বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গঁনে অসহায় কর্মচারিদের মাঝে করোনা ভাইরাস ও মাহে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেন। এবিষয়ে জানতে চাইলে অত্র বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এইচএসসি শিক্ষার্থী ও ছাত্রলীগের আহবায়ক মুন্সী মোর্শেদ আলম দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, আমরা প্রতিবছর রমজান মাস উপলক্ষে দল মত নির্বিশেষে ২০১২ সালের সকল শিক্ষার্থীরা মিলে ইফতার পার্টি আয়োজন করে থাকি। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের মহামারির কারনে ইফতার পার্টি স্থগিত করে আমাদের বিশ্ববিদ্যালয়ের অসহায় ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারিদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তিনি আরো জানান, অত্র বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের বন্ধুদের যে সহযোগিতায় করে আসছে সত্যই তারা প্রসংসার দাবিদার রাখে এবং এরকম মহৎ উদ্যােগকে স্বাগত জানাই।
অত্র বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের শিক্ষার্থী মোঃ ছালে ইমতিয়াজ আসিফ জানান, আমাদের ২০১২ সালের ব্যাচটা মানবিক গুনের কারনে সকলের কাছে ভালবাসার মাধ্যমে একটা মাইলফলক হিসেবে বেঁচে থাকবে। তিনি আরো জানান, আমাদের ব্যাচ'র বন্ধুরা অতীতের ন্যায় যেকোন দুর্যোগময় কালে এক সাথে আছি থাকব পাশাপাশি দেশ ও সমাজের যেকোন উন্নয়নমুলক কর্মকান্ডে সম্পৃক্ত রাখব।
খাদ্য সামগ্রী বিতরন কালে এতে আরো উপস্থিত ছিল অত্র বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ২০১২ সালের অন্যন্য শিক্ষার্থীবৃন্দ।