সুক্ষ চিন্তা ডাঃ এম এইচ মোহন সচ্ছ ভাবে গড়তে জীবন হোমিওপ্যাথি করলাম গ্রহন, স্বল্প দিনের অভিজ্ঞতা জেনেছি এর দু,এক কথা।। একই লক্ষনে নানা ঔষধ পাই কিন্তু স্ব-স্ব বৈশিষ্ট্য আলাদা সবাই, লক্ষনে যদি মিল থাকে এক ফোঁটা দিলে তাকে যত প্রকার রোগ থাকে তার , অনায়াসে হয় তার প্রতিকার।। এর এক ফোঁটায় আছে যে অদ্ভুত শক্তি শ্রেষ্ঠত্ব করেছে প্রমাণ দিয়ে সত্য যুক্তি। এই ফোঁটাকে ক্ষুদ্র করা হয় যত রোগ আরোগ্য শক্তি বাড়ে তার তত। সুস্থ দেহে প্রয়োগে;যে রোগ হয় , সে রোগ, ইহা প্রয়োগে মুক্তি নিশ্চয় । এ যে আলাদা এক বিজ্ঞান এই বিজ্ঞানকে আঁকড়ে ধরে হ্যানিম্যানের উদ্দেশ্যকে লক্ষ্য করে দিচ্ছি এই মহা সমুদ্র পাড়ি দোয়া করেন যেন লক্ষ্যে পৌছাতে পারি।।
লেখক ডাঃ এম এইচ মোহন লেকচারার, চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল