|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রতারণা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তিনজন সহ পাঁচজনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনের নামে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে পৌর শহরের ব্যবসায়ী বাদঁশা। আটক হওয়া তিনজন হলেন ১।পৌর শহরের দক্ষিণ সন্দারই গ্রামের বেলালের ছেলে নয়ন আলী(২৬) ২।মৃত লাল মিয়ার ছেলে রফিক হোসেন(২৮) ৩। রফিকের ছেলে মিলন হোসেন(৩০)। পলাতক আসামীরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সোহাগ হোসেন ও আতিকুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এস আই) আহসান হাবীব জানান-ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে রাণীশংকৈল পৌর মহলবাড়ী গ্রামের বাদশার ছেলে হিমেলের কাছে মাদকের মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। ঘটনাটি সন্দেহজনক হলে হিমেলের বাবা বাদশা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে আটককৃত তিন যুবককে কৌশলে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয়। পলাতক আসামীদেরও ধরার প্রক্রিয়া চলমান বলে জানান তদন্তকারী কর্মকর্তা আহসান হাবীব। হিমেলের বাবা বাঁদশা মুঠোফোনে বলেন- আমার ছেলে হরিপুর উপজেলার যাদুরানী বাজারে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথিমধ্যে নয়ন আলী আমার ছেলের সঙ্গ নেয়। পরে পরিকল্পিতভাবে ভুয়া ডিবির হাতে তুলে দিয়ে মাদকের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আমার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকা নেয়। তবে ঘটনাটি সন্দেহজনক মনে হলে আমি রাণীশংকৈল থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ করি। রাণীশংকৈল থানা ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীদের গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.