|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের পিপিই দিলেন ইঞ্জি: মনিরুজ্জামান দেওয়ান মানিক – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি: কচুয়ায় করোনা সংকটে গনমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষার জন্য সমাজসেবক ইঞ্জি: মনিরুজ্জামন দেওয়ান মানিকের পক্ষ হতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিকের অর্থায়নে শুক্রবার সকালে উপজেলায় কর্মরত সাংবাদিকের হাতে এই পিপিই তুলে দেয়া হয়। মরনঘাতি কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি নিয়ে কচুয়ায় কর্মরত সাংবাদিকরা প্রতিদিন সংবাদ সংগ্রহের জন্য উপজেলার এ প্রান্তে হতে অপর প্রান্তে ছুটে বেড়াতে হয়। এতে সংবাদকর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সংক্রমণ ঝুঁকি থাকায় কচুয়া প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান ও সাধারন সম্পাদক জিসান আহমেদ সহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.