|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
একজন কোভিড পজেটিভ রোগীর শনাক্ত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২০
কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন সাধন সূত্রধর নামে এক ব্যক্তি, তিনি নিজেকে পরীক্ষার জন্য ঢাকা পিজি হসপিটালে পরিক্ষা করান পরে হসপিটাল মেসেজের মাধ্যমে রেজাল্ট দিয়েছে (পজেটিভ) কিন্তু এখনো পর্যন্ত রোগের কোন চিকিৎসা বা ব্যবস্থা নেয়া হয়নি। তবে সাধন সুএ ধর এখন থেকে একটু ভালো আছেন। দৈনিক বাংলার অধিকার কে জানান -যে ৩৩৩ এই নাম্বারে কল করলে কল ধরে বলেন বাসায় থাকুন ট্রিটমেন্ট করুন আমরা দুই তিন দিন পরে আসবো। সাধন চন্দ্র সূত্রধর বলেন দেশের উন্নত চিকিৎসা সরকার ভালো পদক্ষেপ নিয়েছে। আমি নিজে গরম পানি ও লুবুর রস খেয়েছি এখন একটু ভালো লাগছে । সাধন সুএ ধর জানান আমি পজেটিভ হয়েছি কিন্তু আমার পরিবার গুলো নিয়ে আমি আতংকে আছি তাদের টেস্ট করার প্রয়োজন আমার আমি সহযোগিতা চাই ও ডাক্তারের পরামর্শ চাই।তাহার বাড়ি ফেনীর দাগনভূঞা থানার কৌশল্য গ্রামে তিনি বর্তমানে অবস্থান করছেন ঢাকা মাতুয়াইল যাত্রাবাড়ীতে। তিনি ভাইরাসের টেস্টের পর তাহাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে ।
সাধন চন্দ্র সূত্রধর চিকিৎসার জন্য তাদের কাছে সহযোগিতা চাইলে এখনও কোন উত্তর দেননি । সাধন সুএ ধর বর্তমানে তিনি বাসায় আলাদা একটি রুমে আছেন বর্তমানে তিনি একটু ভালো আছেন। কিন্তু তিনি আশঙ্কা করছেন তার পরিবারকে নিয়ে টেস্ট করানোর জন্য। সহযোগিতা চান হসপিটালের।
বর্তমানে ঢাকার মাতুয়াইল যাত্রাবাড়ি অবস্থান করছেন ঠিকানা অনুযায়ী বাড়ি নাম্বার ৪৪/১খড়িয়াপাড়া জামে মসজিদের সামনে মাসুদ খানের বাড়ি, মাতুয়াইল যাত্রাবাড়ী ঢাকা,
মোবাইল নাম্বার 01749591533
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.