মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে ধান কাটতে না পারা চাঁদপুরের কচুয়ায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরাই কৃষকদের ভরসা। কৃষকের ধান কাটা, বাড়ি নেয়া ও মাড়াই সবই করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে উপজেলার পাথৈর ইউনিয়নের গবরখোলা গ্রামে কৃষানী মাইনুর বেগমের ১৮ শতাংশ জমির রোজার দিনেও বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেন নেতাকর্মীরা। কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করেন। এসময় ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফয়সাল ভূঁইয়া, সদস্য সজীব হোসেন, কাইয়ুম, শাহজাহান, নুর মোহাম্মদ, রনি হোসেন,বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।