|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধায় করোনায় আক্রান্ত : ১৯ সুস্থ : ৩ মৃত্যু : ১ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২০
ওবাইদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি : দিন বাড়ার সাথে সাথে সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ বুধবার ২৯ এপ্রিল এখন পর্যন্ত উত্তরের ছোর্ট এ জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন, মৃত্যু বরণ করেছেন ১ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। গেল ২৪ ঘন্টায় নতুন করে হোমকোয়ারেন্টাইন করা হয়েছে ৮৪ জনকে, ছাড় পত্র পেয়েছেন ৩০২ জন আর হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ১১৪৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়নি তবে ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১ জন। আর করোনায় আক্রান্তদের মধ্যে ১ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত করেছেন গাইবান্ধা সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.