|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ইরি-বোরো ধানের বাম্পার ফলন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া: চাঁদপুরের কচুয়ায় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চাষিরা জানান, বাম্পার ফলন হলেও মজুরি বৃদ্ধি ও শ্রমিক সংকট দেখা দেয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। সময়মতো ধান কাটতে না পাড়লেও লোকসান গুনতে হবে তাদের। তাই কৃষকের ধান কেটে দিচ্ছেন আওয়ামী যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ। কিছু জমিতে ধান কাটছেন হাতেগোনা কয়েকজন শ্রমিক। আবহাওয়া অনকুলে থাকায় ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন । চারিদিকে শুধু ধান আর ধান । কৃষকরা জানান, ইরিবোরা ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কচুয়ায় প্রায় ১২হাজার ২১০ হেক্টর জমিতে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছর আবহাওয়া অনুক‚লে থাকায় ধান চাষ করে ভালো ফলন পাবেন কৃষকরা। কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল আহমেদ বলেন, দুই সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শেষ হবে। পাকা ধান ঘরে তুলতে সমস্যা হবে না। অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার কচুয়া এলাকার কোথাও মাজড়া পোকার আক্রমণ এখন পর্যন্ত দেখা দেয়নি। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.