|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের মধুপুরে ৬০০০ হাজার পরিবারের মাঝে খাদ্য সসহায়তা প্রদান – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২০
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার পাশাপাশি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ব্যক্তিগত উদ্যোগে মধুপুর উপজেলার ৪০০০ অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন। এবং মধুপুর উপজেলা পরিষদের পক্ষ থেকেও ২০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার ব্যাবস্হা করেছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দিন ব্যাপী কুড়ালিয়া, মহিষমারা ও আলোকদিয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরন শুরু করা হয়। একই সাথে মধুপুর উপজেলা পরিষদের পক্ষ থেকেও ২০০০ জনের জন্য খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে এ তিন ইউনিয়নে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান পর্যায়ক্রমে সকল ইউনিয়নেই এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা,মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরিফ আহম্মেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক সহ ইউনিয়নের চেয়ারম্যানগন। এসময় তাহারা সকলকেই ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মরামর্শ দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.