|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে 215 জন মধ্যবিত্ত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন জাগ্রত বিবেক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২০
এম আলী মুজিব:
হাজীগঞ্জে আসন্ন রমজানুল মোবারক উপলক্ষে,করোনা ভাইরাস আতঙ্কে কোণঠাসা কর্মহীন অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে
দাড়িয়েছে জাগ্রত বিবেক নামের একটি সংগঠন।
গত দু'দিনব্যাপী উপজেলার 11 নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা, গৌড়েশ্বর ও পার্শ্ববর্তী এলাকা সিহিরচো ও মাড়কি গ্রামের
বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রায় 215 জন পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
জাগ্রত বিবেকের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি খেসারি ডাল,
১ কেজি মুড়ি ,আধা কেজি খেজুর, ২ লিটার তেল।
খাদ্য সামগ্রী প্যাকেজিং ও বিতরণে সার্বিক সহযোগিতা করেন, জাগ্রত বিবেকের সদস্যবৃন্দ।
এদের মধ্যে মিশন, ফয়সাল, ফয়সাল (সৌদি আরব),শাহাজালাল, মাহবুব, মামুন, সৌরভ, শাওন, নুরুল ইসলাম, শামিম,
উল্লেখযোগ্য অবদান রাখেন। সার্বিক তত্ত্বাবধান করেন রায়হান মজুমদার।
সৌজন্যে
দৈনিক বাংলার অধিকার
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.