|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে মিস্টি কুমড়ার ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার, আটক ২ জন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২০
আহসান হাবীব জুয়েল রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে মিষ্টিকুমড়ার ট্রাক থেকে ৪৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ট্রাক ড্রাইভার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের আলমের ছেলে সেলিম রেজা ওরফে ইসমাইল ও উপজেলার রিফুজি পাড়া আজমতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ট্রাক হেলপার আতিকুল ইসলাম (৩২)।
র্যাব জনায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ২৭ এপ্রিল ১.৩০ সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতিকুল ইসলাম ও সেলিম রেজা @ ইসমাইলকে ৪৭৪ বোতল ফেন্সিডিল এবং মিষ্টি কুমড়া ৪৪০০ কেজিসহ আটক ও ট্রাকটি জব্দ করে। আসামীদেখা বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.