|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে করোনায় আক্রান্ত ১- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগের সাতজন ছাড়া আজ ঠাকুরগাঁওয়ে করোনায় নতুন করে একজন আক্রান্ত হয়েছে । এছাড়া ২৪ ঘন্টায় জেলা থেকে ২৮ জনের নতুন নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। রবিবার ২৬ এপ্রিল বিকেলে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, আক্রান্ত ব্যক্তিটি বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ঠুমনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৭) ৷ তিনি বগুড়া ফেরত ৷ জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আগের প্রেরিত নমুনায় আজ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮জন রোগী সনাক্ত হলো। এর মধ্যে দুজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর গেল ২৪ ঘন্টায় আরো ২৮ জন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ । তা পাঠিয়ে দেয়া হয়েছে রংপুর মেডিকেলে। এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে একজন রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইইডিসিআর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.