|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে বাস করে এমন কেউ করোনায় আক্রান্ত হয়নি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরে বাস করা কোন ব্যক্তিই এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তবে জেলার বাগাতিপাড়া উপজেলার এক যুবক ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR) এর ওয়েব সাইডে এই তথ্য দেওয়া হয়। তখন থেকেই ‘নাটোরে একজন করোনায় আক্রান্ত’ এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, করোনায় আক্রান্ত যুবকের বাড়ি বাগাতিপাড়া উপজেলায়। সে হোটেল বয় হিসাবে দীর্ঘদিন ধরে ঢাকায় কাজ করতো। নাটোরে তার কোন যাতায়াতও ছিল না। সম্প্রতি ঢাকায় ঐ যুবকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষা করা হলে সেখানেই তার করোনা পজেটিভ হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আমরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ যোগাযোগ করে জেনেছি, ঐ যুবক ঢাকাতেই আক্রান্ত হয়েছে। সে ভর্তি হওয়ার সময় স্থায়ী ঠিকানা হিসেবে নাটোরের বাগাতিপাড়া ব্যবহার করেছে। যার কারণে আইইডিসিআর করোনা সনাক্তের জায়গায় নাটোরের নাম উল্লেখ করেছে। জেলার ৭টি উপজেলায় বসবাসকারী কোন ব্যক্তিই এখন পর্যন্ত করোনা ভাইরাসে অাক্রান্ত হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.