|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পুলিশ বক্সের সামনে চুরি ঘটনার অভিযোগ– দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে সরকারি নির্দেশনায় অনুযায়ী দোকানপাট বন্ধ থাকায় ও জনসমাগম না হওয়াতে সেই সুযোগ কাজে লাগিয়ে চোরের দল চুরির ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে পৌরসভার জিরো পয়েন্টের পুলিশ বক্সের সামনে পৌরসভা থেকে বরাদ্দকৃত ক্ষুদে দোকানদার মোঃ ইউসুপ মানিক (সেট নং ৪২) জানান, গত ২২ এপ্রিল দিনের কোন এক সময়ে চোরের দল প্রায় ২০ হাজার টাকার জুতা নিয়ে যায়। তারপর দিন অথ্যাৎ ২৩ এপ্রিল চোরের দল একই ঘটনা ঘটিয়ে প্রায় ১৫ হাজার টাকার জুতা নিয়ে যায়। চুরির ঘটনার এক সপ্তাহ আগে আরেক দোকানদার পেয়ার আহম্মদ (সেট নং ৪০) বলেন, চোরের দল প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চুরির বিষয়ে দোকানদার মোঃ ইউসুপ মানিক ও পেয়ার আহম্মদ অভিযোগ করে বলেন, দোকান চুরির ঘটনার পর পর আমরা পুলিশ বক্সে থাকা কর্তব্যরত আইনশৃংখলা বাহিনীর কাছে, পৌরসভার মেয়র এম. মোস্তফা ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমানকে অবহিত করি। পরবর্তীতে কাউন্সিলর পরিদর্শনেও আসেন। তবে কোন সুরাহা পাচ্ছিনা। তারা (দোকানদার) আরো বলেন, বিভিন্ন এনজিও কোম্পানি থেকে উচ্চ হারে টাকা ঋন নিয়ে ব্যবসা করে আসতেছি এখন বর্তমান করোনা পরিস্থিতিতে দোকান বন্ধ থাকায় না খাওয়ার মধ্য দিনযাপন করতেছি, এখন আমরা কি করব। এইভাবে পুলিশ বক্সের সামনে দোকানগুলি যদি চোরের দল হানা দেয় তাহলে আমরা কি নিয়ে বেঁচে থাকব। ভুক্তভোগি ক্ষুদে দোকানদারেরা চুরি ঠেকাতে প্রসাশন'র প্রতি সুদৃষ্টি কামনা করছে বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.