|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্রি সবজি বাজার’ কার্যক্রম উদ্ধোধন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সংকটের এই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে স্বপ্নঘুড়ি ফাউন্ডেশন। এ সংগঠনের উদ্যোগে মানুষকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য সহায়তা করে যাচ্ছেন। তবে এই পরিস্থিতিতে চাঁদপুরের কচুয়ায় স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা ফয়সাল চৌধুরী জীবনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরে আলম রিহাতের সার্বিক সহযোগীতায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। শুক্রবার উপজেলার গুলবাহার বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘‘জয়হোক মানবতার জয়’’ এ ¯েøাগানে মানবতার দোকান নামে একটি ‘ফ্রি সবজি বাজার চালু করেন। এসময় কর্মহীন,গরীব ও অসহায় হয়ে পড়া মানুষেরা ফ্রি সবজি নিয়ে বাড়ি যাচ্ছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.