|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিংড়ায় পাকুরিয়া-কালাইকুড়ি গ্রামে রাস্তাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পিটিয়ে আহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২০
ফাইম কুরাইশ সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউপির পাকুরিয়া-কালাইকুড়ি গ্রামে শনিবার রাতে পরিকল্পিতভাবে কৃষক সায়বর আলী(৪৫) ও তার ছেলে হাসান আলী(২৩) এলোপাতারিভাবে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা জানায়,পাারিবারিক রাস্তা চলাচলের যায়গা নিয়ে কালাইকুড়ি গ্রামের আফাজ আলীর পুত্র সায়বর আলীর সাথে একই গ্রামের জুলফিকার আলী(৫৫), জিয়া (৪৭),ও ইয়ানুস আলী( ৫৬) এর সাথে রাস্তা করার বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার সূত্র ধরেই পরিকল্পিতভাবে সায়বর আলী কে রাস্তায় একা পেয়ে লোহার রড,লাঠি ও শাফল দিয়ে এলোপাতারি ভাবে তারা মারতে থাকলে এক পর্যায়ে জ্ঞান শূর্ন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সায়বর আলী।তার চিৎকার শুনে তার পুত্র হাসান আলী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।পরে স্থনীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য -কমপ্লেক্স এ নিয়ে আসার পথেও তাদের হয়রানী করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন ও উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ, হাসপাতালে নেয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.