সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্ব মহামারি করোনা পরিস্থিতিতে একদিকে যেমন কর্মহীন শ্রমজীবিদের ক্ষুধার যন্ত্রনায় কাতর আরেকদিকে ক্ষুধার্ত পশু ও পাখিদের কলরবে আকাশ বাতাস যেন ভারি হয়ে আসছে। কর্মহীন শ্রমজীবি মানুষদের নগদ টাকা সহ খাদ্য বিতরণ করার পাশাপাশি সেই ক্ষুধার্ত পশু পাখিদের ক্লান্তিময় অশ্রুর ঝিঁকিমিকি কলরবের আওয়াজের আর্তনাদ শব্দটি যেন কানে ভেসে আসে বর্তমান সময়ের সুখ দুঃখের সাথী উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী'র মাঝে। ফলে রবিবার (১৯ এপ্রিল) নিজ উদ্যোগে ও পশু পাখীর প্রতি ভালবাসায় উপজেলার বিভিন্ন পয়েন্টে কুকুর, বিড়াল, কাক ইত্যাদির মাঝে খাবার বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপজেলায় এই দুর্যোগের মুহুর্তে পশু পাখীর মধ্য খাদ্য বিতরণ করে প্রসংশার জোয়ারে ভাসছে বলে জানা যায় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী। কয়েকজন পথচারিকে জিজ্ঞেস করলে তারা দৈনিক বাংলার অধিকার ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, আমাদের আগে জানা ছিল না যে উপজেলা চেয়ারম্যান সাহেব যে এত দয়াশীল, পশু পাখীদের মধ্যে খাদ্য বিতরণ করে আজ বুঝলাম উনি (সোহেল চৌধুরী) শুধু জনদরদী নয় প্রকৃতির সৌন্দর্য পশু পাখীদের প্রতি আছে অসংখ্য ভালবাসা। তারা আরো বলেন, এমন উপজেলা চেয়ারম্যান পাওয়া সত্যই ভাগ্যর ব্যাপার।