|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধানের ফসল গাছের মধ্য শুকিয়ে নষ্ট হওয়ার কৃষক হতাশা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২০
মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত, চাঁদপুর প্রতিনিধিঃদেশের বিভিন্ন এলাকার ন্যায় কৃষক সারা সময় পরিশ্রম করে যখন ধান গাছের ভাল ফসল ফলন হয়।দূর থেকে দেখা যায় জমিতে ভাল ফলন ও ধান কাটার উপযোগী সময় এসেছে। কিন্তু,তা না হয়ে গাছে ধান পাকার পূর্বে বা ধান গাছে থাকা অবস্থায় ধান গাছ শুকিয়ে যায়।যে জমিতে এই ছোঁয়াছে ধান শুকানো রোগ দেখা দিয়েছে। সে জমিতে এই রোগ ছোঁয়াছে রোগের মত সম্পূর্ণ জমি আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে।এই রোগে আক্রান্ত হওয়ার ফলে যে জমিতে শতক প্রতি ৩০/৩৫ কেজি ধান উৎপাদন হওয়ার সম্ভব্য থাকলে ও শুকনো রোগের কারনে শতক প্রতি ০৫/০৭ কেজি ধান পাওয়া সম্ভব্য নাই। এই উপজেলার বিজয়পুর,পরানপুর,হাটপাড় সহ বিভিন্ন এলাকায় এই রোগ টি ব্যাপক হারে ধারন করে।সাধারনত কৃষকদের অনুমান এই রোগ পূর্বে তেমন ছিল না।দেশের সরকার যদি এই ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রতি সু দৃষ্টি না দেয়।তা হলে একসময় এই দেশ থেকে কৃষি উৎপাদন বিনষ্ট হওয়ার সম্ভব্যনা থাকতে পারে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.