|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুয়েতে ৩ দিন যাবত হাসপাতাল থেকে নিখোঁজ এক বাংলাদেশী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২০
মোঃবিলাল উদ্দিন,কুয়েত থেকেঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ৩ দিন যাবত এক প্রবাসী বাংলাদেশী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে,দীর্ঘ দিন কুয়েতে বসবাস করেছেন গোলাম মোহাম্মদ( ৬৩) কাজ করতেন সরকারি একটি ডিপার্টমেন্টে বেশ ভাল বেতনে চাকুরীর সুযোগে দীর্ঘদিন কুয়েতে রয়েছেন। আর বয়স বাড়ার সাথে সাথেই বিভিন্ন রোগে আক্রান্ত ভাল যাচ্ছিল না দিনপাত। এ দিকে গত ১৪ এপ্রিল বিকালে নিখোঁজ গোলাম মোহাম্মদ বুকের মধ্যে প্রচন্ড ব্যাথা অনুভব করলে নিজ রুমের এক সহপাঠীর সহযোগিতায় আমিরী নামক একটি হাসপাতালে জরুরী বিভাগে রেখে চলে আসেন। কারণ বিকাল ৫টায় কুয়েতে কারফিউ এ জন্য তড়িঘড়ি করে হাসপাতালেই রেখে চলে আসেন।পরের দিন আবার হাসপাতালে দেখতে গেলে গোলাম মোহাম্মদকে খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজ গোলাম মোহাম্মদের চাচাতো ভাই কুয়েত প্রবাসী আনোয়ার আজিম এ প্রতিবেদককে টেলিফোনে জানিয়েছেন,গোলাম মোহাম্মদকে বিভিন্ন হাসপাতালে ও থানায় খোঁজা খোঁজি করে পাওয়া যাচ্ছে না। তিনি এ প্রতিবেদককে আরো জানান,নিখোঁজ গোলাম মোহাম্মদ দীর্ঘদিন যাবত হৃদরোগ ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। এ ব্যাপারে তার পরিবার কুয়েত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেন। নিখোঁজ গোলাম মোহাম্মদের সিভিল আইডি নং ২৫৭১২১২০০৭৬৬ পাসপোর্ট নংBQ০৬৩৩৫৫১।নিখোঁজ গোলাম মোহাম্মদের দেশের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার আবদুল সাত্তারের ছেলে দেশের টেলিফোন নং০১৬৭৬৬১৪১১৬,অথবা ০১৫২১৪৮৫৬৯৩ কোন হৃদয়বান ব্যক্তি কুয়েতের কোথাও পাওয়া গেলে উক্ত নাম্বারে যোগাযোগ করতে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানিয়েছেন। কুয়েতে নিখোঁজ গোলাম মোহাম্মদের চাচাতো ভাই আনোয়ার আজিমের মোবাইল নম্বরে ও কুয়েতে যোগাযোগ করা যাবে মোবাইল নং৯৯৫০১৪৯২।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.