|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে প্রতিদিন ঢাকা নারায়নগঞ্জ থেকে লোকজন ঢুকছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ করোনাভাইরাসের মহামারী ঠেকাতে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বাইরে থেকে কারও রাজশাহীতে প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে আছেন। তারপরেও দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই রাজশাহীতে প্রবেশ করছেন মানুষ। করোনা আক্রান্ত ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গত ২৪ ঘন্টায় রাজশাহী এসেছেন ৫৪ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা রাজশাহীতে প্রবেশ করেছেন। এদের মধ্যে ঢাকা থেকে এসেছেন ২৫ জন এবং নারায়ণগঞ্জ থেকে এসেছেন ২৯ জন। নতুন যারা এসেছেন তাদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৭ জন এবং জেলার পুঠিয়ায় ৪৪ জন ও তানোরে ৬ জন। নতুন এই ৫৪ জনের রাজশাহীতে প্রবেশ নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক। তিনি বলেন ,গত ২৪ ঘন্টায় ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে এসেছেন ৫৪ জন। নতুন এই ৫৪ জনসহ স্থানীয় আরো ৩ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, রাজশাহীতে এ পর্যন্ত তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। করোনা ছড়িয়ে পড়া রোধে মার্চ মাস থেকে রাজশাহীতে বুধবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো ১ হাজার ৩২৫ জনকে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় ১ হাজার ৮২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো হোম কোয়ারেন্টাইনে আছে ২৪৩ জন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.