|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চলুন তবে একটু বুঝি কুতুব উদ্দিন খান লিয়ন এস আই, শাহরাস্তি মডেল থানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২০
চলুন তবে একটু বুঝি, না কি জীবন রাখবেন বাজি? কেন রে ভাই লুকচুরি, করোনা যে এক ঘাতক মহামারি। করোনা এমন এক মহামারি, তাজা প্রাণগুলো নিচ্ছে কাড়ি। হাসপাতালে যে লাশ পড়ে আছে, যাচ্ছনা কেন এখন তার কাছে। তবুও কেন অবুজ এত, হুশ হচ্ছেনা লাশ দেখে শত শত। এবার তবে একটু বুঝি, ঘরের মাঝেই না হয় শান্তি খুজি। আর কত ভাই দৌড়াদৌড়ি, পুলিশের সাথে শুধু লুকচুরি। এবার না হয় একটু বুঝি ঘরে থাকতে হই যে রাজি। প্রাণটাই যদি নাহি থাকে, দেখতে কি পাবে প্রিয় মানুষটাকে। কেনরে ভাই মোদের শত্রু ভাবো গালি দিয়ে মোদের গোষ্ঠী জারো। আমাদেরও তো পরিবার আছে ইচ্ছে করে থাকি তাদের কাছে। দায়িত্ব পালনে আছি সবার পাশে। এবার না হয় একটু বুঝি ঘরে থেকে নিজেকে ও পরিবারকে সুস্থ রাখি। লেখকঃ কুতুব উদ্দিন খান লিয়ন এস আই, শাহরাস্তি মডেল থানা,চাঁদপুর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.