আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ
দেশে সর্বোত্রই করোনার প্রভাব অথচ থেমে নেই বাড়ি নির্মান কাজ। এছাড়াও অন্যের প্রাচীর ভেঙে রাস্তায় ইট বালু রেখে কাজ করছেন নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার হাজী আকবর আলীর ছেলে মতিন। রোববার বিকেলে আলতাফ আলী(৫০) চলাচলের জন্য নিজস্ব রাস্তায় ইট বালু রাখার জন্য মতিন কে নিষেধ করলে তিনি আলতাফ আলীকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ইট দিয়ে মুখমন্ডলে আঘাত করে। আজ রাতে আলতাফ আলী বাদী হয়ে মতিহার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন পূর্বশত্রুতার জের ধরেই তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।
এ বিষয়ে আলতাফ আলী বলেন, মতিন পেশায় ফ্রিজ - এসির মেকানিক হলেও গড়েছেন একাধিক বাড়ি সহ জমি জায়গা। আমাদের অভিযোগের ভিত্তিতে তার নির্মান কাজ বন্ধ করতে নির্দেশ প্রদান করেছেন আরডিএ কতৃপক্ষ। তিনি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে চলাচলের রাস্তায় ইট বালু ফেলে এই করোনার মধ্যেই কাজ করে যাচ্ছেন। আগে মেরে ফেলার হুমকি দিলেও আজ মতিন ইট দিয়ে আমাকে জখম করে। এছাড়াও আমার পরিবারের সদস্য দের লাঞ্ছিত করে ও মৃত্যু হুমকি প্রদান করেন।
উল্লেখ্য, আলতাফ আলী রাজশাহী নগর উন্নয়ন অধিদপ্তরের হিসাবরক্ষক পদে কমর্রত আছেন। তিনি মতিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এলাকায় মতিন একটি ত্রাস, দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের পরিবারকে মৃত্যু হুমকি দিয়ে আসছেন। আমরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছি, কথা গুলো আক্ষেপ করে বলেন আলতাফ আলীর শ্যালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আলী নেওয়াজ।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আলতাফ আলী বাদী হয়ে রবিবার রাতে অভিযোগ করেছেন। তদন্ত পূবর্ক দোষীদের বিচারের আওতায় আনা হবে।