|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজী’র চরদরবেশে ৬৫১ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে উপজেলা নির্বাহী অফিসার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী): সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে করোনা সমস্যায় অসহায়, দুঃস্থ ৬৫১ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন- ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো। ১২ এপ্রিল রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এইসময় খাদ্য সামগ্রী বিতরণ পরিদর্শন ও করোনা ভাইরাস প্রতিরোধে দুরত্ব বজায় রাখতে বিভিন্ন জনসচেতনতা মুলক পরামর্শ দেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব চরদরবেশ ইউনিয়নের খাদ্য বিতরণ কার্যক্রমের প্রসংশা করে বলেন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের অসহায়, দুঃস্থদের মাঝে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে তা অত্যান্ত স্বচ্ছ। এই সঠিক বণ্টনের মাধ্যমে অসহায়দের কষ্ট দূর হবে। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো বলেন, করোনা সমস্যায় আমার এলাকায় যে সকল গরীব, অসহায় পরিবার গুলো না খেয়ে দিন কাটাচ্ছে তাদের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আজ ৬৫১ পরিবারের মাঝে ইউপি সদস্যদের মাধ্যমে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী গুলো পৌঁছে দিচ্ছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.