|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে তথ্য প্রযুক্তি মামলায় একজন জেল হাজতে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২০
মোঃ ছিদ্দিকুর রহমান (নয়ন) শাহরাস্থি উপজেলা প্রতিনিধি: তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করার দায়ে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের বিরুদ্ধ মামলা করা হয়েছে। ওই মামলায় থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। ১০ এপ্রিল শুক্রবার রাতে পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ তুষার চৌধুরী রাশেল এই মামলা দায়ের করেন। জানা যায়, বাদীর আর্জি মোতাবেক বিবাদী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শফিউল আজম স্বপনকে গত রাতে থানা পুলিশ আটক করে। মামলার নথি সূত্রে জানা যায়, বিবাদী শফিউল আজম স্বপন তার ফেজবুক আইডিতে গত কিছুদিন আগে আইসিটি আইন লঙ্ঘিত হয় এমন একটি উক্তি পোষ্ট করেন। যাতে লিখা ছিলো- "এই মাত্র পাওয়া খবর, সরকারী ত্রাণ বিতরণে এমপি ঘ্যাঁশা লোক লাগবে, তা না হলে তালিকা অনুমোদন দেওয়া হবে না" এই কটুক্তিমূলক বক্তব্য পোষ্ট করে স্থানিয় এমপি ও আওয়ামীলীগকে অপমানিত করা হয়েছে এবং গনসমালোচনার মুখে ফেলে সন্মান ক্ষুন্ন করেছেন। যে কারণে আইডি হোল্ডারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ এর ২৯ (১) / ৩১ (১) ধারায় ১০।০৪।২০২০ ইং এই মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.