|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বালিয়াডাঙ্গীতে গম সংগ্রহের অভিযান শুরু ১৫ই এপ্রিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে জটিলতা সৃষ্টির কারণে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আগামী১৫ এপ্রিল থেকে গম সংগ্রহ অভিযান শুরু হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । ১২ই এপ্রিল রবিবার গম সংগ্রহ অভিযানের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান , বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন ৷ তিনি বলেন,আগামী ১৪ এপ্রিল তারিখে কৃষকের তালিকা থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নিকট হতে সরাসরি গম সংগ্রহ করা হবে । চলতি বছর ৩১৫৪ মে,টন, গম কেনা হবে বালিয়াডাঙ্গী উপজেলার ২ গুদামে । সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা শাফীয়ার রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী , উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.