সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জুলফিকুল সিদ্দিকী ও বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী'র যৌথ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারনে গরীব, দুঃস্থ কর্মহীন শ্রমজীবিদের মাঝে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৩ শ' পরিবার'র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্ধন কমিউনিটি সেন্টার হতে ৯ টি ওয়ার্ডের কর্মহীন শ্রমজীবি বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এইসময় উপস্থিত ছিলেন ত্রাণ সামগ্রীর উদ্যোক্তা উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলফিকুল সিদ্দিকী। অন্যন্যদের মাঝে নিরাপদ দূরত্ব থেকে উপস্থিত ছিলেন স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন রিংকু, ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি শেখ শাহজাহান বাকি, মোঃ আইয়ুব, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের, আ'লীগ নেতা মোঃ হানিফ বাবুল, ৯ নং ওয়ার্ড আ'লীগ সভাপতি আশেক এলাহী, ৬ নং ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদক লুৎফুল করিম বাদশা ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদুল হক রানা।
ত্রাণ সামগ্রীর উদ্যোক্তা উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলফিকুল সিদ্দিকী বলেন করোনা ভাইরাসের সমস্যা আজ আন্তর্জাতিক সমস্যা বাংলাদেশেও বর্তমানে এর প্রভাব প্রকট আকার ধারন করায় নাগরিকদের স্বাস্থ্য ও সুস্থ্যতা সুরক্ষার জন্য তথা মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য কলকারখানা, যানবাহন, গণপরিবহন, দোকানপাট বন্ধ ঘোষনা করা হয়েছে, যার ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে বেকারত্ববরণ করছে অনেকেই। এসব বেকার, অসহায়, গরীব, দুঃস্থদের সাহায্য সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়া দিয়ে এবং ফেনীর গনমানুষের নেতা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দিন হাজারীর দিকনির্দেশনায় ও ছাগলনাইয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী'র পরামর্শে আজ মানবতার কল্যাণের অংশ হিসেবে সহযোগিতার হাত বাড়িয়েছি। আসন্ন রমজানেও এসব অসহায় বেকার গরীব দুঃখী মানুষের জন্য খাবার সামগ্রী দেয়ার চেষ্টা করব এবং আল্লাহ্ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ভবিষতেও এই সহযোগিতা অব্যাহত রাখব ইনশাআল্লাহ্।