|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারকে সহায়তা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ একদিকে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ আতঙ্ক। অন্যদিকে অগ্নিকান্ডের ঘটনায় কাতর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বড়গছিয়া গ্রামের ১৩ টি পরিবার। ১১ এপ্রিল শনিবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এই ১৩টি পরিবারকে ঢেউটিন ও বস্ত্র সহায়তা করেছেন। ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ও জেলা বিএনপি’র সিনিয়ির সহ-সভাপতি ডা. আব্দুস সালাম এবং তার ছোট ভাই সাবেক বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনসুর আলম। বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ফাহিম উদ্দীন আহাম্মেদ, উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সোবহান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আকতার সবুর, ঐ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন অবাক, জাসাসে’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি’র নেতা মোঃ দবিরুল ইসলাম ও লুৎফর রহমান রাসেল প্রমুখ। ঢেউটিন ও বস্ত্র উপহার পেয়ে দানেশ আলী, আইয়ুব, বাচ্চু মিয়া, হোসেন আলী, সাহাবুল ও মাজেদা খাতুনদের মনে অনেক কষ্ট থাকলেও সবার মুখে হাসির ঝলক দেখা যায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.