|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোনায় নার্স সহ ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২০
আল-আমিন, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় প্রথম বারের মতো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজন জেলার খালিয়াজুরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ-নার্স (২৫) এবং অন্যজন সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এক শ্রমিক (৪৫), সে ঢাকায় শ্রমিকের কাজ করত। ১০ এপ্রিল (শুক্রবার) নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) মো. মঈনউল ইসলাম জানান, আক্রান্তরা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় শনাক্ত হন। জানা যায়, লক্ষীপুর গ্রামের আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মত করোনা উপস্বর্গ নিয়ে গ্রামের নিজ বাড়িতে আসেন । পরে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহের জন্য ময়মনসিংহের মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হলে তা করোনা পজেটিভ সনাক্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক মেলামেশা থেকেই সে আক্রান্ত হয়েছে। অন্যদিকে খালিয়াজুড়ি হাসপাতালের ঐ নার্স ঢাকা থেকে আসা অনেক রোগীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে গুপ্তাবস্থায় থাকা করোনা সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসার কারণে নিজে সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং পরবর্তীতে তিনি অনেক রোগীকে সেবা দেওয়া ছাড়াও কারা কারা তার সংস্পর্শে এসেছিলো তাও অনুসন্ধান করা হচ্ছে। আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নতুন আক্রান্ত প্রতিরোধে খালিয়াজুড়ি স্বাস্থ্য কমপেক্স ও লহ্মীপুর গ্রামটি লক ডাউন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.