|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কলমাকান্দায় ২৪বস্তা ভারতীয় সুপারি সহ ৩জন আটক; দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২০
আল-আমিন, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ২৪ বস্তা ভারতীয় সুপারি ও একটি পিকআপ সহ ৩ জনকে আটক করেছে কলমাকান্দা পুলিশ। ১০ এপ্রিল (শুক্রবার) রাত ১০ টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের চিনাহালা এলাকা থেকে অবৈধভাবে আনা এইসব সুপারি সহ তাদেরকে আটক করা হয়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে জনশূন্য সীমান্তবতী এলাকায় রাতের নীরবতার সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচারকালে পুলিশের হাতে এইসব ভারতীয় সুপারি আটক হয়। তবে বরাবরই রক্ষায় তৎপর চোর চক্র। মাঝে মধ্যে দু'একটা চালান ধরা পড়লেও আঁড়ালেই থেকে যায় ভারতীয়, পিয়াজ, এলাচি, দারুচিনি, তেজপাতা, জিড়া, আগরবাতি, সিগারেট, তেল, সাবান, শ্যাম্পু, চকলেট, জুয়েলারি কসমেটিকস সহ ভারতীয় গরু চোরাকারবারী ও গডফাদাররা.! কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাজহারুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক কৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.