|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনা পরিস্থিতি: এবার ১০০ আলেমকে খাদ্য সামগ্রী দিলেন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী):- সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মিলন এইবার ১০০ জন আলেমের তালিকা তৈরী করে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। তিনি বলেন- আমার ইউনিয়নের ওলামায়ে কেরাম বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকুরি করতেন। করোনা ভাইরাসের কারণে তারা আজ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। হয়তো তারা আমাকে মুখফোটে সহায়তার কথা বলতে পারতেছেন না। তাই তাদের কথা চিন্তা করে আলেমদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে প্রায় ১শ জনের তালিকা করা হয়েছে। আজ তাদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়ে দিই। তাদের জন্য আগামীতে আরে সহায়তা দেওয়া হবে। মিলন চেয়ারম্যান বলেন- করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে সকলকে নিজনিজ গৃহে অবস্থান করতে হবে, অতি প্রয়োজন ছাড়া কেউ বের হবেননা। খাদ্য সামগ্রীর অভাব হলে আমার সাথে যোগাযোগ করবেন, যথাসম্ভব সহায়তা করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.