|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বালিয়াডাঙ্গীতে কর্মহীন ক্ষুধার্থ মানুষের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে চলছে মহামারী আর মৃত্যুর মিছিল। এরই প্রভাব করোনা সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে দেশ ব্যাপী লকডাউনের কারণে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতে এলাকার অসহায়,গরিব,দুস্থ ও শ্রমজীবী মানুষেরা হয়ে পড়েছে কর্মহীন। দিন কাটছে অনাহার অর্ধাহারে। গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন এলাকার স্বেচ্ছাসেবী মানুষ ও সংগঠন। বালিয়াডাঙ্গী নাগরিক কমিটি, রূপায়ন সমবায় সমিতি লিঃ, ও পরিবার কল্যাণ পরির্দশিকা বিপ্লবী আকতার এর যৌথ উদ্যাগে বালিয়াডাঙ্গী চৌরাস্থা বাজারসহ আশ পাশের গ্রাম-এলাকার কর্মহীন ও ক্ষুধার্থ মানুষের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে সহায়তা করেছেন, রূপায়ন সমবায় সমিতি লিঃ ও নাগরিক কমিটির সভাপতি এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী বনিক সমিতির সাবেক সভাপতি সমাজসেবক ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল, চ্যানেল আই ও যুগান্তরের ঠাকুরগাঁও প্রতিনিধি সামসুজ্জোহা বাবুল, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ দবিরুল ইসলাম, পরিবার কল্যাণ পরির্দশিকা বিপ্লবী আকতার এর পক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আবু হেনা মোস্তফা কামাল শুভ, রূপায়ন সমাবায় সমিতির সিনিয়র ম্যানেজার সাবেরুল ইসলাম, এসএম ম্যারীয়ন সরকার ও এসএম মনি সরকার সাথে ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.