|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কাঁধে করে গৃহবন্ধি মানুষকে চাল পৌছেঁ দিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সরকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি ঃ মরনব্যাধী করোনায় গৃহবন্ধি ও কাছাকাছি হাট-বাজার ও যাতাযাতের উন্নত রাস্তা না থাকা কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের জলা বিতারা গ্রামের মানুষের খোজ খবর নিলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সালাউদ্দিন সরকার। তিনি বৃহস্পতিবার নিজে কাধে করে বিলের ইরি ধানের দু’ পাশে দিয়ে প্রায় ২ কি.মি পায়ে হেটে খরা রৌদ্র উপক্ষো করে, থাকা সাধারন মানুষের ঘরে ঘরে চাল, ডাউল, তৈল, পেয়াজ, আলু ও সাবান সামগ্রী পৌছে দিয়েছেন। ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন সরকার কোন জন-প্রতিনিধি নয়, তার পড়েও এমন প্রচেষ্টা ও সাধারন মানুষের প্রতি ভালোবাসা দেখে সাধারন মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং গৃহবন্ধি তার জন্য দু’হাত তুলে দোয়া করেন। এসময় ছাত্রলীগ নেতা সভাপতি মো. সোহাগ সরকারসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কচুয়া: কচুয়ার জলা বিতারা গ্রামে গৃহবন্ধি মানুষকে খাদ্য সামগ্রী দিচ্ছেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সালাউদ্দিন সরকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.