|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিকের সততার মহড়া দেখে সাড়া জাগিয়েছে – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২০
সাংবাদিকের সততার পরিচয়ে দোকান ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করেছে সাংবাদিক এম আলী মজিব। সাংবাদিকদের দুঃখে সুখের সাথী প্রিয় মুখ সাংবাদিক, এম আলী মুজিব।
১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের 'পাতানিশ বাজারে' অবস্থিত দুটি দোকানের এপ্রিল-মে, এই দুই মাসের দোকান ভাড়া তিনি মওকুফ করে দিয়েছেন।
তিনি ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কৃতি সন্তান। তিনি ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
তিনি নোয়াপাড়া গ্রামের মরহুম মো. সিদ্দিকুর রহমানের সুযোগ্য সন্তান। ওনার দাদা হযরত শাহ সুফি দরবেশ আব্দুল হক পাটোয়ারী (র:) আল কাদরী, নোয়াপাড়া মাজার শরীফ।
তিনি হৃদয়ে চাঁদপুর, দৈনিক বাংলার অধিকার, ও দৈনিক বাংলার অধিকার টিভির সহকারী সম্পাদক, হাজীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতির পদে আছেন,
সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা সহ কয়েকটি পত্রিকার সহকারি সম্পাদক হিসেবে লিখালিখি করছেন।
তিনি বাংলাদেশ মানবাধিকার সংস্থা (ইউইউএইচআরবিএফ) এর চট্টগ্রাম বিভাগীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সংস্থা বি এইচ আর ডব্লিউ ও এর চাঁদপুরের চেয়ারম্যান।
এছাড়াও তিনি হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য। তায়েব ডেন্টাল, স্টেশন রোড হাজিগঞ্জ, ডেন্টাল, কুমিল্লা এর স্বত্বাধিকারী।
দৈনিক বাংলার অধিকার এর পক্ষ থেকে ও দৈনিক বাংলার অধিকার বাংলা টিভির পক্ষ থেকে এম আলী মজিব সাহেব কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক মজিব সাহেবের মত যেন হাজীগঞ্জ সাংবাদিক মহাবীর তৈরি হয় সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো
সম্পাদক
দৈনিক বাংলার অধিকার
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.