|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতিগঞ্জ ইউনিয়নে ২৪৬ পরিবারকে ১০টাকা মূল্যের চাউল সহ খাদ্য সামগ্রী সহায়তা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নে ৯ই এপ্রিল বৃহস্পতিবার সকালবেলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত হতদরিদ্রদের জন্য ১০টাকা মূল্যের চাউল দেওয়ায় হয়। ২৪৬ পরিবারকে ৩০কেজি করে চাউল ও তার সাথে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু'র নিজস্ব অর্থায়নে আলু পেয়াজ লবন ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গ্রাম পুলিশদের মাধ্যমে বাড়ীবাড়ী পৌঁছে দেওয়া হয়।য়ি ইতিপূর্বে সরকারি সকল সাহায্যের সাথে তিনি নিজ অর্থায়নে আলু পেয়াজ লবন তেল ডাল সহ প্রায় ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক নাহওয়া পর্যন্ত খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। করোনা পরিস্থিতিতে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। ইউনিয়নের রাস্তাঘাট জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে করা ও জনসচেতনতায় মাইকিং করছেন চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.