|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে একটি গ্রাম লকডাউন এবং হোম কোয়ারান্টাইনে ৪৬ জন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের সদর উপজেলার জালালাবাদ নোয়াখালীপাড়া গ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউন ঘোষনা করা হয় এবং পাশের তিন গ্রামের ৪৬ জনকে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা হয়। এসব গ্রামে নারায়নগঞ্জ,ঢাকার আশুলিয়া ও ফরিদপুর থেকে মানুষ আসার জন্য এবং তাদের মধ্যে কিছু ব্যক্তির জ্বর,সর্দি ও কাশি থাকায় ভয় ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদের মধ্যে জালালাবাদ নোয়াখালী পাড়ায় ২১ জন আসায় ওই গ্রামকে বুধবার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষনা করা হয়। এছাড়া অপর গ্রামগুলির ৮ টি বাড়ির লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হোম কোয়ারান্টাইনে থাকা সকলের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.