|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে প্রবেশের সময় ৯০ যাত্রীসহ ১০টি গাড়ি আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সরকারি নির্দেশ অমান্য করে ঠাকুরগাঁওয়ে ৯০ যাত্রী নিয়ে ১০ টি গাড়ি প্রবেশ করলে তাদের আটক করেন ঠাকুরগাঁও নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ৷ ৯ এপ্রিল বৃস্পতিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত ১টি বাস,১টিএমবুলেন্স,৪টি মাইক্রোবাস,১টি পিকভ্যান,৩টি প্রাইভেট কার ঢাকা থেকে প্রায় ৯০ জনের যাত্রী নিয়ে ঠাকুরগাঁও সীমান্তে প্রবেশ করলে তাদের পুলিশ আটক করে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন প্রত্যেকটি গাড়িচালককে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। যারা ঢাকা থেকে এসেছেন তাদের যুব উন্নয়ন কেন্দ্রের হোস্টেলে হোমা কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক স্যারকে বিষয়টি অবগত করেন, তার নির্দেশনায় এখন কোন গাড়ি ঠাকুরগাঁও এ প্রবেশ করতে পারবেনা। তবে আগত বেশ কিছু যাত্রী বাড়ি গেলেও উপজেলা নির্বাহী অফিসার তাদের হোম কোয়ারেন্টাইনে নিয়েছেন।আর সকল গাড়িকে পুলিশ লাইনে আটক রাখার নির্দেশ দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.