|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের লাউডোব হরিন টানায় লাভইয়োর নেইবারের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রান সামগ্রী বিতরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২০
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপে করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খুলনার দাকোপ উপজেলা লাউডোবেরর হরিটানায় বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্হা লাভইয়োরনেইবার এর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্যও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা।এসময় তিনি বলেন লুকোচুরির মাধ্যমে জনসমাগম করে নিজের জীবনকে বিপন্ন করবেন না,অন্যের জীবনকে বিপদের দিকে ঠেলে দিবেন না।আসুন সবাই সচেতন হই, সামাজিক দুরত্ব বজায় রাখি বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করি। করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় করোনা ভাইরাসের এই দূর্যোগে দেশের কোন মানুষ যাতে খাদ্যাভাবে না থাকে সে জন্য প্রধান মন্ত্রী সকল ব্যবস্থা নিয়েছেন। তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন কেউ যাতে এই দূর্যোগের ত্রান নিয়ে অনিয়ম করতে না পারে সে জন্য আমাদের সজাগ দৃষ্টি রেখে জনতার পাশে থাকতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় বেসরকারী সামাজিক উন্নয়ন লাভইয়োর নেইবারের উদ্যোগে দাকোপ উপজেলার লাউডোবে, বাজুয়া,ও কৈলাশগন্জ ইউনিয়নের ২০০ শত জন হতদরিদ্দ্রের মাঝে সামাজিক দুরুত্ব বেষ্টনি করে ১০ কেজি চাউল,৫ কেজি আলু,১ কেজি ডাউল,১ কেজি লবন,তেল,সাবান ও মাস্ক নিত্যপ্রজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রার্দুভাবে কোন মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য সমাজের বিত্তবান দের এগিয়ে আসতে হবে। লাভইয়োরনেইবারের নির্বাহী পরিচালক যোশী বোসের সভাপতিত্বে উক্ত ত্রান বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সহসভাপতি ও লাউডোব ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়,দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও এসডি টিভির সার্বিকপরিচালক স্বপন কুমার রায়,উপস্হিত ছিলেন থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম,লাভইয়োর নেইবারের চেয়ারম্যান জর্জ মানষ বোস,প্রোগাম কোঅডিনেটর মোনালিসা বিশ্বাস ও কার্য্যনির্বাহী সদস্য বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.